অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে কোম্পানিটি নতুন উৎপাদন লাইন স্থাপনের মাধ্যমে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, কোম্পানিটির ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদন শুরুর ফলে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস বেশি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে। সেখান থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।

আরও পড়ুন: ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটি গত বছরের মে মাসে নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়।

সোনালী পেপার ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৯০টি শেয়ার রয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩৮ টাকা ৫০ পয়সা।

এমআই/এসএসএইচ