শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি দুটির পর্ষদ। সেই হিসেবে ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (১৮মার্চ) পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটির মধ্যে সমাপ্ত বছরে ব্যাংক এশিয়ার মুনাফা হয়েছে ২০৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ২১২টাকা। এর মধ্যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬১ টাকা। 

কোম্পানি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৪ পয়সায়।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। তার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

একইভাবে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের কর পরবর্তী ২১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ টাকা মুনাফা করেছে ইউনাইটেড ফাইন্যান্স। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫ টাকা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি।

ফলে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৫ মে। তার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।

এমআই/এইচকে