দ্বিতীয় প্রান্তিকে লোকসানের মধ্যে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)।

প্রতিষ্ঠানটির এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কোম্পানির শেয়ার গত ৫ মাসের বেশি সময় ধরে ফ্লোর প্রাইসের মধ্যে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় ৩৬ পয়সা কমে লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকেই লোকসানে পড়ায় চলতি বছরের দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৩ সময়ে কোম্পানির মুনাফায় বড় ধাক্কা লেগেছে। চলতি বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ পয়সা। যা ২০২২ সালে একই সময়ে ছিল ৬২ পয়সা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় কমেছে ৬০ পয়সা।

মুনাফা কমার ৩০ জুন ২০২৩ সালে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯ পয়সা। ২০২২ সালের একই সময় ছিল ১৪ টাকা ৮৮পয়সা।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ফ্লোর প্রাইসে থাকার কোম্পানির শেয়ারের মূল্য ১৯ টাকা ৭০ পয়সা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০টি। এই শেয়ার হোল্ডারদের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে সাড়ে ১০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এমআই/এনএফ