বড় লোকসানে গোল্ডেন হারভেস্ট
করোনায় ব্যবসা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ফলে গত বছরও লাভে থাকা কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসানে মুখে পড়েছে।
কোম্পানির জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। যা সোমবার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২১ - মার্চ ২১) শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) পরিবর্তে লোকসান হয়েছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। অথচ এর আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা।
শুধু তাই নয়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০-মার্চ ২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। অথচ গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্থাৎ মুনাফা হয়েছিল ৬০ পয়সা।
বিজ্ঞাপন
মুনাফার পরিবর্তে লোকসানে পড়া ২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ৩১ মার্চ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৫ পয়সায়। এর আগের বছর যা ছিল ১৫ টাকা ৫৮ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য সাত শতাংশ নগদ আর পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২২টি শেয়ার রয়েছে।
এই শেয়ারের ৩২ দশমিক ৮৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৯ শতাংশ শেয়ার আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমকি ১১ শতাংশ শেয়ার।
এ বিষয়ে কোম্পানি সচিব নির্মল চন্দ্র সরদার ঢাকা পোস্টকে বলেন, করোনার কারণে মুনাফা কমেছে।
এমআই/এসএসএইচ