তিনদিন সূচকের উত্থান আর দুদিন দরপতনের মধ্য দিয়ে জুন মাসের আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিমা কোম্পানির শেয়ারের দাম কমেছে।  

আর তাতে বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা। মূলধনের পাশাপাশি লেনদেন কমেছে ২ হাজার কোটি টাকার বেশি। ফলে টানা পাঁচ সপ্তাহ পর নেতিবাচক প্রবণতায় একটি সপ্তাহ পার করল দেশের দুই পুঁজিবাজার। 

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট পাঁচ কার্যদিবসে ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা লেনদেন হয়েছে; যা এর আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ ১ হাজার ৫৯০ টাকা কম, শতাংশের হিসেবে ১৯ দশমিক ৬১ শতাংশ কম। তার আগের সপ্তাহের চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকা।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ২১০টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ২১১টির, কমেছিল ১৪২টির, অপরিবর্তিত ছিল ১৮ কোম্পানির শেয়ার দাম।

এতে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৫৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও প্রধান সূচক কমায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার ৩৪৮ টাকা বেড়ে ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটির ৮২ লাখ ৪৭ হাজার ১০১ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটির ৭৭ লাখ ৪৪৯ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে ছিল: সাফকো স্পিনিং, ইউনেইটেড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, করাপটেক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে: বেক্সিমকো লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, অরিয়ন ফার্মা লিমিটেড, ফরচুন সুজ, লুব-রেফ, ন্যাশনাল ফিড মিলস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ২৩২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম। এতে সিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এনএফ