শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

একই সময়ে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে রূপালী ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আর তাতে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৭০ পয়সা। সেই মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।

অপরদিকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ আগস্ট। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

এমআই/জেডএস