ডিএসইর সিআরও হলেন আশিক রহমান
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তারেক আমিন ভূইয়াকে অনুমোদন দেওয়ার একদিন পর স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) পদে আশিক রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
আড়াই মাস যাচাই-বাছাইয়ের পর বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিল। অনুমোদনের পর সম্মতি জানিয়ে ডিএসইকে চিঠি দিয়েছে বিএসইসি।
বিজ্ঞাপন
এর আগে এম আশিক রহমানকে ডিএসইর পর্ষদ এমডি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু বিএসইসি অযোগ্য বলে অনুমোদন দেয়নি। এরপর গত ৪ মে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় আশিককে সিআরও পদে নিয়োগ দেয়। এরপর ৬ মে তার অনুমোদন চেয়ে কমিশনে চিঠি পাঠানো হয়।
উল্লেখ্য, ডিএসইর সিআরও পদে ১৪ জন আবেদন করেন। এর মধ্যে আশিক রহমানের সঙ্গে রূপালী ব্যাংকের সিএফও ও জিএম শওকত জাহান খান (এফসিএমএ) ও আক্তারুজ্জামান (এফসিএমএ, এফসিএস) এর সংক্ষিপ্ত তালিকা করা হয়।
বিজ্ঞাপন
এমআই/এসকেডি