শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে কোরবানির ঈদের আগের সর্বশেষ কর্মদিবসে লেনেদেন শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। 

লেনদেনের প্রথম দশ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিটে ডিএসইতে মোট ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩০টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার।

এমআই/এনএফ