প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে উৎপাদন শুরু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড। 

রোববার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে চলতি বছরের ১১ জানুয়ারি উৎপাদন সাময়িক স্থগিত করে কোম্পানিটি। গত ১৯ জুলাই কোম্পানিটির নতুন চেয়ারম্যান হাসিনা আক্তার যোগ দেওয়ার পর উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নেন।

প্রকৌশল খাতে ১৯৮৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫টি। কোম্পানির শেয়ার রোববার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টায় ১১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে কোম্পানিটির পাইপ তৈরির প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ ছিল। পর্যাপ্ত পিভিসি রেসিনের অভাবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁচামালের মূল্য স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে উৎপাদন ব্যয় বর্তমান বাজার মূল্যের চেয়েও বেড়ে গেছে।

এর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই কোম্পানিটি গত ১০ জানুয়ারি থেকে সাময়িক সি-শিফটের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এমআই/জেডএস