আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৪শ কোটি টাকা
বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।
ব্যাংক ও মিউচুয়াল ফান্ড বাদে প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ার ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেন। আর তাতে প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৬ লাখ টাকা।
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকা।
বিজ্ঞাপন
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৯৫৮ টাকা।
এমআই/এসএসএইচ