পুঁজিবাজারে প্রথমবারের মতো শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ৮ শতাংশের মধ্যে ৪ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হবে  কোম্পানিটির শেয়ারহোল্ডারদের।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। আর শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।

আর্থিক প্রতিবেদন অনুসারে, বিদায়ী বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বা মুনাফা হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর তাতে গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএনভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা। এর আগের বছর যা ছিল ১২ টাকা ২২ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৩০ পয়সায়। বর্তমানে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৭৮ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫১৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের রয়েছে ৭৩ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ১৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার।

চলতি বছর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) তালিকাভুক্ত হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ব্যাংকটি আইপিও পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

চলতি অর্থাৎ ২০২১ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২৭ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) আইপিও শেয়ার বাদে দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা। আর আইপিও-পরবর্তী শেয়ার হিসেবে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৬১ পয়সা।

এমআই/এইচকে