ব্যাংক ও আর্থিকখাতের প্রায় সব শেয়ারের দাম কমলেও বিমাখাতের সব শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। আর তাতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ জানুয়ারি) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এসময়ে পুঁজিবাজারে তালিভুক্ত ৪৯টি বিমা কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, অপরিবর্তিত রয়েছে ৩টির।
 
সকালে দেশের দুই পুঁজিবাজারের মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৮টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৯টির, অপরিবর্তিত রয়েছে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৭০ দশমিক পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে দশমিক ৯১ পয়েন্ট। তাতে ডিএসইতে মোট লেনদেনে হয়েছে ৫২২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৪০টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৭৭ লাখ টাকা।

এমআই/জেডএস