ব্যাংক-বিমা কোম্পানির শেয়ার বিক্রির চাপ থাকলেও আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের কদর বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ার কিনছেন বেশি। তাতে এসব খাতের শেয়ারের দাম বৃদ্ধির মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।

ফলে রোববার (৩ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, লেনদেনের প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসে একই সময়ে দাম বেড়েছিল ২১৫টি প্রতিষ্ঠানের।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৩২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে। তাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪৮ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি ৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯৯ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা।

লেনদেন হওয়া ১১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির। আগের দিন একই সময়ে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ৯৭টির।

এমআই/এসএসএইচ