দুই ঘণ্টায় লেনদেন ৭শ কোটি টাকা
সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। তাতে প্রথম ২ ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৭শ কোটি টাকা।
দুপুর ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে সাত হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর অন্য দুই সূচক। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে সাত পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমেছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯১ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।
বিজ্ঞাপন
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় লেনদেন হয়েছে ৩০ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/জেডএস