শেয়ার বিক্রির চাপে সূচক উঠানামার মধ্য দিয়ে সোমবার (৬ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২২ পয়েন্ট। তবে একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

দুই বাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। তাতে লেনদেনেও ধীরগতি রয়েছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজারে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর অন্য দুই সূচকও। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। এর আগের লেনদেন হয়েছিল ২২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ২৫০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৪৩২ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এমএইচএস