ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পর এবার কমেছে বিমা কোম্পানির শেয়ারের দাম। তবে এ তিন খাতের শেয়ারের দরপতনের দিনে ঘুরে দাঁড়িয়েছে বস্ত্র, ওষুধ ও বিদ্যুৎ খাতের শেয়ার। এই তিন খাতের পাশাপাশি বেশিরভাগ বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। এর ফলে ডিএনইতে টানা চার কার্যদিবস সূচক বাড়লো। আর টানা তিন দিন পর সিএসইতে সূচক কমলো।

সোমবার ডিএসইতে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম কমেছে চারটির আর বেড়েছে ৪৭টির। একই দিন অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। ওষুধ ও রসায়ন খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৭টির, বেড়েছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে দুইটি কোম্পানির শেয়ারের দাম। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৬টির, বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে দুটির।

অপর দিকে রোববার বিমা খাতের ৫২ প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টি কোম্পানির দাম বাড়লেও সোমবার এ খাতে বড় পতন হয়েছে। এদিন ৩৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। অপর দিকে রোববারের মতই সোমবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সবকটি শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার (৬ ডিসেম্বর) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন রোববার লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসেস, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ম্যাক্সন স্পিনিং, সোনালী পেপার, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে ২০ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৩টির। অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ১৭ হাজার ২০৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৭০৫ টাকা।

এমআই/এসএম