শেয়ার বিক্রির চাপে সূচক ওঠানামার মধ্য দিয়ে বুধবার (৮ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।

এদিন দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সাড়ে ৫শ কোটি টাকা। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি টাকার কিছু বেশি।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজারে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬১টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টি শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে ৭ হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর অন্য দুই সূচকও। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট কমে ২০ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪৩৪ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস