সূচক উঠানামার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের (বৃহস্পতিবার) লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। এদিন প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট বেড়েছে। তবে একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‍৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৫টির, অপরিবর্তিত রয়েছে ৭১টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২২১ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমেছে ১৯ হাজার ৬৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে দুই কোটি ৩৬ লাখ ৫ হাজার ৫৯৯ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৫১টির, অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ