লোকসান থেকে বড় ধরনের মুনাফায় ফিরেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গত জুলাই-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখানো হয়েছে।

প্রতিবেদনটি বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। যা এর আগের অর্থবছরের একই সময়ে লোকসানে ছিল দশমিক ৩৯ পয়সা। অর্থাৎ ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা মুনাফা বেড়েছে।

এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। যা আগের গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল দশমিক ৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৭০ পয়সা। যা শতাংশের হিসেবে ২ হাজার ৩৩৩ শতাংশ বেড়েছে।

এতে করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৩ পয়সা।

এমআই/এমএইচএস