চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের। একই সময়ে মুনাফা কমেছে আইটি কনসালটেন্টস (আইটিসি) লিমিটেড ও ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। কোম্পানিগুলোর ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

সোমবার (৩১জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ৩২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের চেয়ে আয় বেড়েছে ৩১ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মোট ১ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। তাতে ২০২২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৮ পয়সা।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর-ডিসেম্বর আইটি কনসালটেন্টস (আইটিসি) লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩ পয়সা ইপিএস কমেছে।

তবে চলতি বছরের প্রথম দুই প্রান্তিক অর্থাৎ জুলাই-ডিসেম্বর ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ৮৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলে ইপিএস বেড়েছে ৬ পয়সা। ২০২১ সালের ১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ১৬ টাকা ৮৩ পয়সা।

এছাড়াও দ্বিতীয় প্রান্তিকে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। অথচ গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা।

দুই প্রান্তিক মিলে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৫৫ পয়সা আয় হয়েছিল। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯২ পয়সা।

এমআই/এমএইচএস