চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক হয়েছেন প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোহাম্মদ তানভীর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে।

বিএসইর অনুমোদনের পরই রোববার (০৭ ফেব্রুয়ারি) সিএসইর বোর্ড সভায় তার নিয়োগ দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৈয়দ মোহাম্মদ তানভীর একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি প্যাসিফিক জিন্স গ্রুপের এমডির পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বেপিজিয়ার জোনাল কমিটির সহ-সভাপতি।

ইংল্যান্ডের লিড ইউনিভার্সিটি থেকে ব্যবসা বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে শিক্ষাজীবন শেষ হওয়া তানভীর বিভিন্ন ব্যবসায়িক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন। এছাড়াও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই), ‘বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট’ (বিল্ড) এর সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

এমআই/জেডএস