রোল অনুযায়ী বই পাবে শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি
করোনার কারণে এবার বিকল্প পদ্ধতিতে বই বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার ক্লাস ও রোল অনুযায়ী বই প্যাকেটজাত করা থাকবে। ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল অনুযায়ী শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে।
বই বিতরণে এমন নিদের্শনা মাঠ পর্যায়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে কবে থেকে বই বিতরণ শুরু হবে তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক স্কুলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলে একেক ক্লাসের বই একেক দিন বিতরণ করা হবে। স্কুলে আগে থেকেই বই প্যাকেট করা থাকবে। শিক্ষার্থীরা শুধু সংগ্রহ করবে।
মহাপরিচালক বলেন, কোন দিন কোন ক্লাসের বই দেওয়া হবে তা আগে থেকেই স্কুলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তবে যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা বেশি সেখানে সকাল ও বিকালে আলাদা করে বই দেওয়া হবে।
বিজ্ঞাপন
এবার বিতরণের জন্য এ বছরে সর্বমোট সাড়ে ৩৪ কোটি বই মুদ্রণ করছে সরকার। এরমধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। বাকিটা প্রাথমিক স্তরের। ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই-ই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।
প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের বই তুলে দিয়ে উদ্ধোধন করা হবে। পরে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।
এনএম/এইচকে