আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আতাউর রহমান
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ তাকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।
অধ্যাপক আতাউর রহমান মিয়াজী গত বুধবার (১৭ আগস্ট) আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দিনই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিজ্ঞাপন
অধ্যাপক মিয়াজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান। ইসলামি চিন্তাবিদ হিসেবে টেলিভিশন চ্যানেলগুলোর নিয়মিত আলোচক তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড একজন ব্যক্তিকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর তাদের প্রস্তাবিত ব্যক্তিকে রাষ্ট্রপতি কর্তৃক চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।
বিজ্ঞাপন
এএজে/ওএফ