এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। দেশের এক হাজার ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা ছিলে ২ হাজার ৬৩৭টি। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এক হাজার ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

টিআই/এনএফ