নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে মাউশির বিশেষ কৌশল
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বুক সর্টার, নিরাপত্তা প্রহরীসহ চারটি ক্যাটাগরিতে চার হাজারের বেশি লোকবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী শনিবার (২০ মার্চ) রাজধানীর ১৩টি কেন্দ্রে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় নকল ও জালিয়াতি ঠেকাতে অভিনব কৌশল নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে মৌখিক পরীক্ষায় তাদের হাতের লেখার সঙ্গে পরীক্ষা খাতার লেখা মিলিয়ে দেখা হবে। এতে কোনো গরমিল পাওয়া গেলে ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের ৬টি নির্দেশনা দিয়েছে অধিদফতর । এগুলো হলো- এ পরীক্ষার প্রবেশপত্র http:/dshe.teletalk.com bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।
পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ও মাস্ক ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
বিজ্ঞাপন
পরীক্ষার্থী কোনোক্রমেই পরীক্ষার কেন্দ্রে ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, প্রবেশপত্রের একাধিক কপি, অপ্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।
প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সঙ্গে উপস্থিতিপত্রের ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরীক্ষা শেষে প্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। হলের দায়িত্বে থাকা পরিদর্শকরা উত্তরপত্র ও প্রশ্নপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।
এনএম/এসকেডি