দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (১৫ মার্চ) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী।  সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করতে হবে। স্কুল-কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, স্মরণিকা প্রকাশ ও কবিতা আবৃতি ইত্যাদি অনুষ্ঠান নিজ উদ্যোগে আয়োজন করতে হবে।

নির্দেশনায় বলা হয়, ১৭ মার্চ সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ভবনে বিধি অনুসারে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এদিন স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে হবে।

এদিন সব শিক্ষা প্রতিষ্ঠান-অফিস ভবনে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মহান স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি, জন্মশতবার্ষিকীর লোগো সম্বলিত নান্দনিক ড্রপডাউন ব্যানার ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ব্যবহার করতে হবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস নিজস্ব ডিজাইনে পোস্টার তৈরি করতে হবে তবে পোস্টার, ব্যানার বা ফেস্টুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না। প্রয়োজনে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির ওয়েবসাইটে (http://www.muibl00.gov.bd) ড্রপডাউন ব্যানার হিসেবে প্রস্তুত করে ব্যবহার করতে পারবে এবং সেক্ষেত্রে পোস্টারের নিচে সৌজন্য হিসাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অফিসের নাম ব্যবহার করা যাবে।

অধিদফতর আরও জানায়, শিক্ষার্থীরা ১০০ (একশত) শব্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কল্পনায় ধারণ করে পত্র লিখবে। পত্রে তারা জাতির জনককে জানাবে তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃপ্তপদে অগ্রসর হওয়া বাংলাদেশের কোন কোন অর্জন কেন, কিভাবে তাদের মুগ্ধ করেছে।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সব মাদরাসায় ১০ দিনব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। স্বাস্থ্যবিধি মেনে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এসব অনুষ্ঠান আয়োজন করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসব অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

এনএম/এসকেডি