ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরইমধ্যে আবেদন ছাড়িয়েছে তিন লাখ। 

সোমবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৮ মার্চ থেকে শুরু হয়ে এ আবেদন চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত (২৯ মার্চ) ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৯ হাজার, খ ইউনিটে ৪৫ হাজার, গ ইউনিটে ২৬ হাজার, ঘ ইউনিটে ১ লাখ ১৪ হাজার এবং চ ইউনিটে ১৯ হাজার ৮০০টি।

কারিগরি জটিলতার কারণে ভর্তি আবেদন তিনদিন বন্ধ থাকা সত্ত্বেও ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ১৯ হাজার। যেখানে ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে কয়েকদিন আবেদন বন্ধ থাকলেও রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। এখন আর তেমন চাপ অনুভূত হচ্ছে না। সময় বাড়ানোর আর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না।

আগামী ৮ এপ্রিল পর্যন্ত যেকোনো বিষয় সংশোধন করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর কোনো আবেদন গ্রহণ হবে না বলেও জানান তিনি।

এইচআর/জেডএস