করোনা মহামারিতে লটারি ভাগ্যে নির্ধারণ হবে শিক্ষার্থীদের স্কুল

হাইকোর্টের রায়ে আটকে যাওয়া সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যারা এখনও আবেদন করেনি তারা
৭ জানুয়ারি পর্যন্ত করতে পারবে। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার (৩০ ডিসেম্বর) এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট এক শুনানি শেষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময় ১০ দিন বাড়ানোর নির্দেশ দেন। ফলে লটারি স্থগিত করতে হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে।

এদিকে, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে সর্বনিম্ন ১১ বছর বয়সের যে শর্ত ছিল তা আর থাকছে না। অর্থাৎ, পঞ্চম শ্রেণি পাস করা যেকোন বয়সী শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে সরকারের বয়স বিষয়ক সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

সরকারের সিদ্ধান্তের বিপক্ষে মুন্সিগঞ্জের এক অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ওই নির্দেশ দেন।

এনএম/এসআরএস