ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে

শিক্ষার্থীদের সুবিধা ও সেশন জট কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (৫ মে) সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

তিনি বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সেশনজটের শঙ্কাও তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়ার একটা আলোচনা চলছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা আয়োজনের কথা আমরাও ভাবছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল আমাদের জরুরি বৈঠক রয়েছে।

ডিনস কমিটির বৈঠক শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনলাইন পরীক্ষার বিষয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

ঢাবি সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে গত এক বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ঘরে বসিয়ে না রেখে অনলাইনে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। ডিনস কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার হতে যাওয়া একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত করা হবে।

এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে পরীক্ষার বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করবে। 

অনলাইন পরীক্ষার প্রক্রিয়া নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা আগামী বৃহস্পতিবার (৬ মে) ইউজিসি’র সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানা গেছে।

এইচআর/এমএআর