অননুমোদিতভাবে বিদেশে অবস্থানের অভিযোগে কারমাইকেল কলেজের গ্রন্থাগারিক জাফরিন নাহার খন্দকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

বুধবার (১৯ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিঠিতে, কলেজ কর্তৃপক্ষকে (অধ্যক্ষ) অভিযুক্তের স্থায়ী ও বর্তমান ঠিকানা, কর্মস্থল, চাকরিতে যোগদানের তারিখ, বেতন স্কেল ও আহরিত বেতন-ভাতাসহ বিস্তারিত ব্যক্তিগত তথ্য সম্বলিত প্রতিবেদন (পিডিএস) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চিটিতে আরও বলা হয়েছে, গ্রন্থাগারিক জাফরিন নাহার খন্দকারের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেজন্য সব তথ্য উল্লেখ করে সুনির্দিষ্টভাবে খসড়া অভিযোগনামা ও অভিযোগবিবরণীসহ আলাদা ব্যক্তিগত তথ্য সম্বলিত প্রতিবেদন (পিডিএস) পাঠাতে হবে।

চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শৃঙ্খলা শাখায়ও পাঠানো হয়েছে।

আরএইচটি/জেডএস