বার্ষিক পরীক্ষা চলমান রাখার নির্দেশ, ৩ চিঠিতে কঠোর অবস্থান মাউশির
চলতি বছরের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা কোনোভাবেই বন্ধ না করে যথারীতি চালিয়ে যেতে সরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের প্রধানদের কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে জারি করা পৃথক তিনটি চিঠিতে পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের পরিচয় আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এসব চিঠিতে জানানো হয়েছে, কোনো পরিস্থিতিতেই পরীক্ষার কার্যক্রম ব্যাহত করা যাবে না। পরীক্ষাগুলো সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে গ্রহণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষা গ্রহণে কোনো বিঘ্ন সৃষ্টি হলে সরেজমিন তদন্ত করে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দ্রুত পাঠাতে হবে।
বিজ্ঞাপন
চিঠিগুলোতে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালকসহ সব সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
আরএইচটি/এমএন