প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন বছর পর বদলির তথ্য সঠিক নয় জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ মনসুরুল আলম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকের শিক্ষক নয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীনস্থ কর্মচারীরা তিন বছরের বেশি এক প্রতিষ্ঠানে থাকতে পারবেন না।

মহাপরিচালক বলেন, কর্মচারীদের বদলির জন্য একটি নীতিমালা রয়েছে। সেটাকে আরও হালনাগাদ করা হচ্ছে। নীতিমালায় কর্মচারীদের ভিন্ন স্থানে বদলির বিষয়টি থাকবে ।

ডিপিই সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিকের সব কর্মকর্তা ও কর্মচারীদের আলাদা নিয়োগ বিধিমালা রয়েছে। সে অনুযায়ী নিয়োগ ও বদলি করা হয়। তবে গত কয়েক বছর ধরে কর্মচারীদের নিয়োগ বিধিমালার অনেক কিছু অনুসরণ করা হচ্ছে না।

জানা গেছে, কর্মচারীদের এক কর্মস্থলে তিন বছরের বেশি না রাখতে বিধিমালায় উল্লেখ থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। বর্তমানে তা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপিই’র অধীনস্থ যেসব কর্মচারীরা তিন বছরের বেশি এক স্থানে রয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়াদের অন্য স্থানে বদলি করা হবে।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক বলেন, অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ-বদলি নীতিমালা কার্যকর হলেও কর্মচারীদের শতভাগ কার্যকর হচ্ছে না। এ কারণে সেটি শতভাগ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিধিমালা অনুযায়ী কর্মচারীদের এক স্থানে তিন বছরের বেশি রাখা হবে না, অন্য কর্মস্থলে বদলি করা হবে। চলতি বছর থেকে সেটি কার্যকর করা হবে। এ জন্য তালিকা তৈরি করা হচ্ছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক এবং মাঠপর্যায়সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর ও আওতাধীন প্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

এনএম/এসআরএস