অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি

অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর আর্থিক জুলুম বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

মানববন্ধনে জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব শামীম বলেন, শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে রাষ্ট্র বিভিন্ন উপায় বের করার চেষ্টা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর অর্থের উৎস বন্ধ হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ফি আদায় করে শিক্ষার্থীদের ওপর আর্থিক জুলুম সৃষ্টি করা হয়েছে।  

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আদায় করা অতিরিক্ত ফি ফেরতের দাবি জানান তিনি।

জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক আহসান হাবিব বাবু বলেন, দরিদ্র পরিবারের সন্তানরা অনলাইন ক্লাসের সঙ্গে তাল মেলাতে পারছেন না। যা শিক্ষায় বৈষম্য সৃষ্টি করছে। তাই অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিৎ।

যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তাই প্রথমে প্রাইমারি স্কুল খুলে দিয়ে ক্রমান্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান চালু করা উচিৎ।

এসআরএস