ঢাবির শতবর্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ‘সেলিব্রেটিং দ্য ১০০ ইয়ারস অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা: রিফ্লেকশন ফ্রম দ্য অ্যালামনাই- ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল’ শীর্ষক সম্মেলনটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন করবেন।
বিজ্ঞাপন
বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রথম অনুষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক সম্মেলন করব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন। মোট ৬টি ওয়েবিনারের মাধ্যমে আমরা বিশ্বের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরব।
ঢাবি উপাচার্য জানান, কনফারেন্সটির প্রথম ওয়েবিনার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। যার শিরোনাম- 'হিস্ট্রি অব ইউনিভার্সিটি অব ঢাকা হ্যায়ার এডুকেশন ইন বাংলাদেশ'। পরবর্তী জুন মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে ওয়েবিনার অনুষ্ঠিত হবে। কনফারেন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এছাড়াও ঢাবির সিন্ডিকেট সদস্য, ডিন, প্রোভোস্ট ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ওএফ