২০ কলেজে ডিজিটাল স্টুডিও
করোনার মতো মহামারি বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শিক্ষা কার্যক্রম চলমান রাখতে দেশের ২০ কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নির্মিত স্টুডিও উদ্বোধনের সময় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা যেভাবে করোনা মোকাবিলা করছি, চাইলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এভাবে মোকাবিলা করা দুঃসাধ্য নয়। এভাবেই মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত পৌঁছেছে। হাত গুটিয়ে বসে থাকা নয়, এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
উপাচার্য বলেন, করোনা মহামারির মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অনলাইনে পাঠদান করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এ পর্যন্ত ২০টি কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে পূর্বে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাসহ সব বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কয়েকটি পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুঁইয়া। এছাড়াও কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অনেক শিক্ষার্থী জুমের মাধ্যমে এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্টুডিও পাওয়া ২০টি কলেজের অধীনে আশপাশে থাকা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব স্টুডিও ব্যবহার করে ভার্চুয়াল ক্লাস নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পর্যায়ের পাঠদানের মনিটরিং, সিলেবাস প্রণয়ন, পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ২১ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান অব্যাহত রাখতে অঞ্চল ভিত্তিক মনিটরিং করা হয়েছে। গত মার্চ মাসে পর যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেগুলো নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি অনার্স শেষ বর্ষ ও ডিগ্রি স্তরের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যান্য স্থগিত পরীক্ষাগুলোর তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এনএম/এইচকে