রিজুর পরিচালনায় নাইরুজ সিফাত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এর আওতায় নারীদের তথ্য প্রযুক্তিতে উন্নয়নে অনুপ্রাণিত করতে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্র। এটি পরিচালনা করছেন দেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু।
আজ (১ মার্চ) থেকে রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়েছে । চলবে আগামীকাল পর্যন্ত। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাইরুজ সিফাতকে।
বিজ্ঞাপন
রিজু জানান, নানা বিষয়ের পাশাপাশি দেশের নারীরা প্রযুক্তিগত কাজ ঘরে বসে করে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে। সেটাই এই বিজ্ঞাপনচিত্রে উঠে আসবে। সেইসঙ্গে একজন নারীর দক্ষতা বিকাশ ও ক্ষমতায়নে পরিবারের ভূমিকা নিয়েও বার্তা থাকবে।
বিজ্ঞাপনচিত্রটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। কারুকাজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনে নাইরুজ সিফাতের সঙ্গে আরও অভিনয় করেছেন হান্নান শেলী, জিনিয়া জেনি, মেহেদি আকাশ, সি এফ জামান।
বিজ্ঞাপন
এ বিজ্ঞাপন প্রসঙ্গে নাইরুজ সিফাত বলেন, ‘রিয়াজুল রিজু ভাইয়ের সঙ্গে সিনেমাতেও কাজের অভিজ্ঞতা হয়েছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করতে এসে নতুনভাবে তাকে দেখছি। খুব গোছানো কাজ। এখানে আমাকে দর্শক একজন ওয়েব ডিজাইনার চরিত্রে দেখবেন। যে নারী নানা প্রতিবন্ধকতাকে জয় করে একজন উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে।’
শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার হবে বলে জানান পরিচালক রিয়াজুল রিজু।
আরআইজে