জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার মিলন মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (৪ মার্চ) হঠাৎ করেই তার রক্তচাপ বেড়ে ২২০/১৮০তে গিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখন চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন এই গায়ক।

মিলন মাহমুদের স্ত্রী সুমাইয়া বলেন, ‘গতকাল মিলনের দুটি স্টেজ শো ছিল। একটি মিরপুরে, অন্যটি উত্তরায়। একদিনে দুটি শো নিয়ে সে বেশ চিন্তিত ছিল। দুপুর গড়াতে গড়াতে সে শারীরিকভাবে ভেঙে পড়ে। নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যায়। তখনও আমরা বুঝিনি তার রক্তচাপ এতোটা বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসক যখন বলেন মিলনের রক্তচাপ বেড়ে ২২০/১৮০ হয়ে গেছে তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই। আপাতত তার অবস্থা স্থিতিশীল, চিন্তামুক্ত থাকতে বলেছেন চিকিৎসক। খুব শিগগির সে বাসায় ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে।’

এদিকে ফেসবুক মেসেঞ্জারের ক্ষুদে বার্তায় মিলন মাহমুদ বলেন, ‘গতকালের চেয়ে আজ অনেকটাই ভালো আছি। তবে ডাক্তার বলেছেন আজও হাসপাতাল থাকতে। সব ঠিক থাকলে আগামীকাল বাসায় ফিরতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আরআইজে/কেআই