আজীবন হিজাব পরতে চাই: হুমাইমা মালিক
হুমাইমা মালিক
আজীবন হিজাব পরিধান করবেন বলে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হুমাইমা মালিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার বান্ধবী ও সাবেক অভিনেত্রী নুর বোখারির সঙ্গে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করেন তিনি। নির্দেশনা দিয়ে সুন্দরের পথ দেখানোয় তার প্রশংসাও করেছেন হুমাইমা।
মালিক স্টোরির ক্যাপশনে লেখেন, ‘জীবনের চলার পথে খুবই কম মানুষ আছে— যারা আপনার কাছ থেকে কিছুই প্রত্যাশা করে না। তারা কেবল আপনার কল্যাণ প্রত্যাশা করে। নুর, তুমি নুরানি (অত্যুজ্জ্বল); আমার প্রিয় নুর। আল্লাহ সবসময় ও সর্বত্র তোমার কল্যাণ করুন।’
বিজ্ঞাপন
স্কার্ফ উপহার দেওয়ায় নুরকে ধন্যবাদও জানিয়েছেন হুমাইমা। পাশাপাশি তার বন্ধুদেরও একই কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, ‘এই চমৎকার উপহারটির জন্য তোমাকে ধন্যবাদ। স্কার্ফ পরতে আমি পছন্দ করি। আল্লাহ আমাকে তার প্রিয়দের অন্তর্ভুক্ত করুন এবং সারাজীবন হিজাব পরিধানের শক্তি দিন।’
হুমাইমা মালিক মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালে ভারতীয় অভিনেতা ইমরান হাশমির বিপরীতে বলিউডেও অভিষেক হয় তার।
বিজ্ঞাপন
হুমাইমা মালিকের ভাই অভিনেতা ফিরোজ খানও শোবিজ অঙ্গন থেকে দূরে থেকে ধর্ম-কর্মে মনোযোগ দেন। ভাইয়ের জীবনযাত্রা হুমাইমাকে অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের অনেক অভিনেতা-অভিনেত্রী ইসলাম অনুসারে জীবন ধারণ শুরু করেছেন। গত বছরের অক্টোবরে বলিউড অভিনেত্রী সানা খান সিনেমা জগত ছেড়ে মানবসেবা ও সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে জীবনযাপনের ঘোষণা দেন। এর আগে এই তালিকায় নাম লেখান জায়রা ওয়াসিম, দিপীকা কাকর ইব্রাহিম, মনিকা, বাংলাদেশের সুজানা জাফর, অ্যানি খান প্রমুখ।