‘সমাজের এক ভিন্ন চিত্র উঠে এসেছে’
ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন বামপন্থী নেতার জীবন নিয়ে। তিনি আদর্শিকভাবে বামপন্থী রাজনীতি করেন। তবে তার রাজনীতির মূল উদ্দিষ্ট মানুষ। এই মানুষটির জীবন ও তার ত্যাগী রাজনৈতিক জীবনই চলচ্চিত্রটির মূল উপজীব্য। আর চলচ্চিত্রটির শেষ হবে মুক্তিযুদ্ধে এসে। সেই ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম।’কাজী নওশাবা আহমেদ সম্প্রতি একটি সিনেমার কাজ শেষ করলেন। সেই আলোচনা শেষে নতুন খবরে এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেলো তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ন্যাকেড সোল’। ১২ মিনিটের এই সিনেমায় উঠে এসেছে সমাজের এক অপরিচিত গল্প।
স্বল্পদৈর্ঘ্যটি রচনা ও পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে নওশাবা ছাড়াও অভিনয় করেছেন সুজন হাবিব ও আতিক রহমান।
বিজ্ঞাপন
নওশাবা বলেন, ‘সমাজের এক ভিন্ন চিত্র উঠে এসেছে এই স্বল্পদৈর্ঘ্যে। চরিত্রের বিষয়ে আমি সবসময় চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করি। সেটি এখানেও ছিল। দর্শকদের ভালো লাগবে আশা করি।’
বিজ্ঞাপন
গল্পে দেখা যাবে, নওশাবার স্বামী থাকেন ডোম। প্রতি রাতে লাশকাটা ঘর থেকে মদ খেয়ে বাড়িতে আসে। ফিরেই নওাশাবা মারধর করেন। সেই অত্যাচার আর সহ্য হয় না তার। একসময় আত্মহত্যা করে বসেন। একদিন লাশঘরে নিয়ে আসা হয় নওশাবাকে। স্ত্রীর লাশ দেখে তাকে নিয়ে পালিয়ে যায় সে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ন্যাকেড সোল’।
নওশাবা অভিনয়ের পাশাপাশি ব্যস্ত তার সংগঠন ‘টুগেদার উই ক্যান’ নিয়ে। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন আর্ট নিয়ে কাজ করেন তারা। শুরুর দিকে প্রতিবন্ধিদের নিয়ে একটি পাপেট শোয়েরও আয়োজন করে তারা।
করোনার মধ্যে ‘দূরে থেকেও জুড়ে থাকি শিল্পের শক্ততিতে’ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করে তার সংগঠন। যেখানে বিশ্বের সকল প্রান্ত থেকে ছোটগল্প, কবিতা, স্বল্পদর্ঘ্যৈ চলচ্চত্রি, ফটোগ্রাফি, চিত্রকর্ম, ভার্স্কয, অলঙ্করণ ও র্কাটুন নিয়ে প্রতিযোগীতায় অংশ নেন অনেকে।
এমআরএম