বলিউড ২০২০: বক্স অফিসে শীর্ষ ৫
তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র
বলিউডে এখন ‘খান’দের নিয়ে সংশয়। কিন্তু অজয় দেবগনের ওপর এখনো পূর্ণ আস্থা ভক্তদের। ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ দিয়ে আবারো প্রমাণ দিলেন তিনি। বক্স অফিস কালেকশন ২০২০-এ শীর্ষ আয়ের তালিকায় এই সিনেমা। মারাঠি বীর মালসুরের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এছাড়াও সিনেমার প্রযোজক তিনি। বক্স অফিসে এই সিনেমার কালেকশন ৩৬৭ কোটি রুপি।
বিজ্ঞাপন
বাঘি ৩
‘বাঘি’ সিরিজের সবচেয়ে কম সফল সিনেমা ‘বাঘি ৩’। করোনায় বলিউড ইন্ডাস্ট্রির মন্দার কারণে এগিয়ে যায় এই সিনেমা। বক্স অফিস কালেকশনে দখল করে দ্বিতীয় স্থান। তবে দর্শকদের মন জয় করতে ব্যার্থ সিনেমাটি। সিরিজের প্রথম সিনেমার পর আবারো জুটি বাঁধেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর। বক্স অফিস কালেকশন ১৩৭ কোটি রুপি।
বিজ্ঞাপন
স্ট্রিট ডান্সার থ্রিডি
রেমো ডি সুজার সিনেমা মানে ভরপুর নাচ। সেই নাচ দেখতেই হলে থাকে দর্শকদের ভিড়। সিনেমার বক্স অফিসে অবস্থান তৃতীয় স্থানে। তবে দর্শকদের মন জয় করতে ব্যার্থ তিনি। নাচে নজর দিতে গিয়ে গল্পে মনযোগ হারান এই নির্মাতা। যদিও ফ্লপ তালিকা থেকে রেহায় পান এবারের মত। সিনেমায় জুটি বাঁধেন করেন বরুণ দেওয়ান ও শ্রদ্ধা কাপুর। বক্স অফিস কালেকশন ৯০ কোটি রুপি।
শুভ মঙ্গল জ্যাদা সাবধান
আয়ুষ্মান খুরানা মানেই সিনেমা হিট। বলিউডে এটি এখন অলিখিত তত্ব। প্রযোজক ও ভক্তদের নিশ্চিত ভরসা তাই আয়ুষ্মান খুরানা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘শুভ মঙ্গল সাবধান’ সিকুয়্যাল এটি। হোমোসেক্সুয়ালিটি নিয়ে নির্মিত এই সিনেমা। যার কারণে বিতর্কের তোপেও পড়তে হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’-এর কালেকশন ৮৭ কোটি রুপি।
মালাং
আদিত্য রায় কাপুরের প্রথম অ্যাকশনধর্মী সিনেমা ‘মালাং’। গল্প নিয়ে খানিকটা অভিযোগ রয়েছে। তবে অনিল কাপুর, কুনা খেমু ও আদিত্য রায় কাপুরের অভিনয় ধরে রেখেছে দর্শকদের। রোমান্টিক ঘরণা থেকে অ্যাকশন হিরো আদিত্য। তার ভক্তদের কাছে এটিই ছিল মূল চমক। আর তাতে আশাহতও হয়নি। বক্স অফিসে ‘মালাং’-এর কালেকশন ৮৫ কোটি রুপি।
এমআরএম