নাটকে আবারো নিয়মিত হয়েছেন অভিনেত্রী সারিকা। করোনার পর থেকে তাকে শুটিংয়ে দেখা যাচ্ছে। তবে এবার আর আগের মত আড়ালে যাবেন না তিনি। গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই জানান সারিকা। 

সম্প্রতি ‘চেনা মুখ অচেনা ঠিকান’ শিরোনামে নতুন একটি নাটকে অভিনয় করলেন। এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন। নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াৎ মানিক। রচনা করেছেন সাইফুর রহমান কাজল। শিগগিরই এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

গল্পে দেখা যাবে সাজ্জাদ ও সারিকা বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে পারছিলেন না। হঠাৎ করে একটা অন্যরকম ঘটনা ঘটলো। চামড়া পণ্যের এক শো-রুমে ইরফান সাজ্জাদ ও সারিকা শপিংয়ে গিয়েছিলেন। ওই দোকানে কিছু ফটো সাংবাদিক চামড়া শিল্পের উপর প্রতিবেদন তৈরি করতে যান। তাদের একসঙ্গে ছবি পত্রিকায় ছাপিয়ে দেয়। সেটি নজরে আসে দুই পরিবারের। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকের কাহিনী। 

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, ফখরুল বাশার, রিয়া, অর্ণব ও মেঘলা। 

এমআরএম