টলিউডে ১৮ বছরের ক্যারিয়ার কোয়েল মল্লিকের। এই দীর্ঘ পথচলায় তার ঝুলিতে ফ্লপ সিনেমা নেই বললেই চলে। তাই তো আজও নামের আগে ‘টলিউড কুইন’ তকমাটি জড়িয়ে আছে। 

সময়ের সঙ্গে কোয়েল মল্লিকের সিনেমার সংখ্যা কমেছে। কিন্তু জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি নায়িকার। বরং গত কয়েক বছরে তার সিনেমা বাছাইয়ে এসেছে পরিবর্তন। নিজেকে আরও পরিণত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন।

২০২০ সালে করোনার পরবর্তী সমেয় মুক্তি পেয়েছিল কোয়েলের ‘রক্তরহস্য’। যেখানে রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ বছর আরও এক নতুন রূপে দেখা যাবে এই তারকাকে। 

কোয়েল মল্লিক

২ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘ফ্লাইওভার’। যেখানে এবার সাংবাদিক চরিত্রে দেখা যাবে কোয়েলকে। সিনেমাটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। 

সম্প্রতি টুইটারে সিনেমার পোস্টার শেয়ার করেছেন কোয়েল। যেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে স্কুটিতে বসে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ম না মানলেই বিপদ নিশ্চিত’। 

‘ফ্লাইওভার’-এর গল্প সাজানো হয়েছে মানবিকতা ও বাস্তবের মেলবন্ধনে। সিনেমায় কোয়েল মল্লিকের নাম বিদিশা। অপরাধ জগতের কাহিনি মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব কাঁধে নেন তিনি। কিন্তু নিজেই ফেঁসে যায় জটিল ঘটনায়। 

‘ফ্লাইওভার’-এর পোস্টারে কোয়েল মল্লিক

প্রথমবার সাংবাদিক ভূমিকায় অভিনয় করলেন কোয়েল মল্লিক। তাই শুটিংয়ের আগে চরিত্রের সঙ্গে নিজেকে তৈরির প্রস্তুতি নিতে হয়েছিল তাকে। 

পেশাদার জায়গা থেকে সাংবাদিকদের কাছ থেকে দেখেছেন কোয়েল মল্লিক। কয়েকজন এখন তার বন্ধু। তাদের কাছ থেকে অভিনয়ের অনেক পরামর্শ নিয়েছেন এই অভিনেত্রী। যা তাকে চরিত্রের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছে।

এমআরএম/এমএমজে