স্বাস্থ্যবিধি না মানায় নিষিদ্ধ হলেন বলিউড অভিনেত্রী
গওহর খান
ভারতে আবারও শুরু হয়েছে করোনার আতঙ্ক। বলিউডের বেশ কয়েকজন তারকা এরইমধ্যে কোভিড পজিটিভ হয়েছেন। যারা এখন শুটিং ছেড়ে নিজেদের ঘরবন্দি রেখেছেন।
কিন্তু করোনায় আক্রান্ত হয়েও শুটিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী গওহর খান। আর এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে বৃহণ্মুম্বই পৌরসভা (বিএমসি)।
বিজ্ঞাপন
টুইট করে বিএমসি জানায়, করোনার অবস্থা আবারও ভয়াবহ হচ্ছে। শহরের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। বলিউডের এক অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, তিনি করোনার স্বাস্থ্যবিধি মানেননি। নিয়ম সবার জন্যই সমান। তাই সকলকে নিয়ম মানার অনুরোধ করা হচ্ছে। এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।’
এমন অভিযোগে গওহর খানকে নিষিদ্ধ করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লাইজ। জানানো হয়, অভিনেত্রীকে প্রাথমিকভাবে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পর তিনি কাজ করতে পারবেন কিনা, সেটি পরবর্তীতে বিবেচনা করা হবে।
বিজ্ঞাপন
এফ সিনেমা এমপ্লাইজেরর বিজ্ঞাপনে জানানো হয়েছে, গওহর খান একজন তারকা হয়েও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। প্রোডাকশনের অন্যদের জীবন নিয়ে তার ভাবা উচিত ছিল। কিন্তু সেটি তিনি করেননি। এমন কাজের জন্য ফেডারেশনের সব সদস্যদের গওহর খানের সঙ্গে কোনও কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন গওহর খান। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনায় আক্রান্তের রিপোর্ট নেগেটিভ পাওয়ার পর তিনি শুটিংয়ে গিয়েছিলেন। নিষেধাজ্ঞার খবর পাওয়ার পর অভিনেত্রী ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন, ‘সত্যের জয় সবসময় হয়।’
এমআরএম