জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই
আব্দুল কাদের
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের (৬৯ বছর) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে আব্দুল কাদেরকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সেদিন বিমানবন্দর থেকেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
বিজ্ঞাপন
আবদুল কাদের ১৯৫১ সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। আবদুল জলিল ও আনোয়ারা খাতুনের সন্তান তিনি।
জেডএস