পর্দায় কঙ্গনা রানাউত একাই একশ। তাই তার সিনেমায় কোন নায়ক রয়েছে সেই হিসেব দর্শকরা কখনও করেনি। বলিউড এই তারকার নতুন সিনেমা ‘থালাইভি’ আসছে শিগগিরই। সেই ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। এরপর থেকেই আবারও তুমুল আলোচনায় এই নায়িকা।

ট্রেলারে কঙ্গনা রানাউত নিজেকে জয়ললিতার রূপে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। চোখ দিয়ে পানিও চলে এসেছিল তার। সিনেমার পরিচালক বিজয়ের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রথম কোনও পরিচালক আমার অভিনয়কে নিখুঁত করতে সাহায্য করেছেন। যা কিনা আমার কাছে অনেক বড় পাওয়া৷’

‘থালাইভি’ সিনেমার পোস্টার

কঙ্গনা রানাউত অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি ঠোঁটকাটা হওয়ায় বদনামও হয়েছে তার। সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জন্য নিয়মিত ট্রলের শিকার হন তিনি। এমনকি চতুর্থবার জাতীয় পুরস্কার পাওয়ার পরও এই বলিউড তারকাকে নিয়ে বিতর্ক চলছেই। 

সম্প্রতি ৩৪-এ পা দিলেন কঙ্গনা রানাউত। বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘদিনের। শুরু থেকে ইন্ডাস্টিতে নিজের জায়গা শক্ত করার জন্য যথেষ্ট লড়াই করেছেন তিনি। সেই ‘গ্যাংস্টার’ থেকে শুরু। প্রথম সিনেমা থেকেই অভিনয়ের প্রশংসা পেয়েছিলেন। এরপর ‘ফ্যাশন’ সিনেমায় সেরা সহ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান তিনি।

তবে ছবির সাফল্যের মাঝে নানা কারণে, বিতর্কে পড়েছেন কঙ্গনা। কখনও শেখর সুমনের ছেলে আধ্যয়নে সঙ্গে সম্পর্ক। কখনও হৃতিকের সঙ্গে সম্পর্ক ও তিক্ততা বার বার তাকে খবরের শিরোনামে এনেছে। বলিউডে স্বজনপ্রীতির বিরুদ্ধে কঙ্গনাই প্রকাশ্যে প্রথম মুখ খুলেছিলেন।

এমআরএম