দুইটি যুদ্ধের একটি গল্প
একাত্তরের সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে দীপ্ত টিভির বিশেষ ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প‘। বুধবার (২৪ মার্চ) দীপ্ত টিভির নিজস্ব ভবনে এর প্রেস শো অনুষ্ঠিত হয়। ডকু-ড্রামার লাইন প্রডিউসার ফাহদ হোসেনের উপস্থাপনায় সেখানে উপস্থিত ছিলেন এর পরিচালক দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, মহিআলম চৌধুরীর ভাতিজি মারজান বেগম এবং চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আগামী ২৬ মার্চ রাত ১১টায় প্রচারিত হবে ডকু-ড্রামাটি। সত্য ঘটনা অবলম্বনে এতে মহিআলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অহনা মিথুন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মির্জা শাখেছেপ শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী। এটি রচনা করেছেন ফাহমিদুর রহমান। এ্যাসোসিয়েট প্রোডিউসার রওশন জাহান নূপুর ।
বিজ্ঞাপন
সাক্ষাৎকার ও ঘটনার নাটকীয় দৃশ্যায়ণের মাধ্যমে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। শহীদ মহিআলম চৌধুরীর মহান আত্মত্যাগকে মূল উপজীব্য রেখে, মারজান বেগম চৌধুরীকে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায় করতে গিয়ে যে নতুন যুদ্ধ করতে হয়েছে, সেটাই এই প্রামাণ্যচিত্রে প্রতিপাদ্য।
বিজ্ঞাপন
আরআইজে