কৃপণ অপূর্ব, মেধাহীন মেহজাবিন
অপূর্ব খুব কৃপণ স্বভাবের। প্রতি পদে পদে হিসেব করে চলে। এক টাকা বাড়তি খরচ হলে অস্থির হয়ে যায়। অন্যদিকে, মেহজাবিন বার বার ফেল করা মেধাহীন মেয়ে। মোটা ফ্রেমের চশমা পরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়।
অপূর্ব’র গাড়ির সঙ্গে লেগে তার সাইকেলের চাকা নষ্ট হওয়া নিয়ে প্রচণ্ড ঝগড়া বাঁধে। মেহজাবিন বুঝতে পারে অপূর্বর কৃপণতার স্বভাব। এরপর থেকে সে অপূর্বর টাকা কিভাবে খরচ করানো যায় সেই ফন্দি করে।
বিজ্ঞাপন
‘ক্যান্ডি ক্রাশ’ শিরোনামে টেলিছবিতে দেখা যাবে এমন গল্প। নতুন বছরের শুরুতে নতুন টেলিছবি নিয়ে আসছেন জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।
শনিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত এই টেলিছবি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, টিভি নাটকে সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিন। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকের পর তাদের জনপ্রিয়তা বেড়ে যায় আরো।
এমআরএম