নতুন বছরে পর্দায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’
নতুন বছরকে বরণ করতে বিশেষ আয়োজন করছে চ্যানেল আই। এরমধ্যে বছরের প্রথমদিন দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।
সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতব্যক্তিত্ব ব্যান্ড তারকা ফেরদৌস ওয়াহিদ। বাংলা ব্যান্ড সংগীতে বিশেষ অবদানের জন্য তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
বিজ্ঞাপন
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান নিয়ে একটি নতুন বিভােগে শ্রেষ্ঠ গীতিকার কামাল চৌধুরী, শ্রেষ্ঠ সুরকার নকীব খান ও শ্রেষ্ঠ সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ। সংগীত তারকা বেষ্ঠিত পরিবেশে এবারের ১৫তম আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে জানিয়েছেন অনুষ্ঠান পরিচালক ইজাজ খান স্বপন।
৯ ডিসেম্বর রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিতহয় ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৫তম আসর। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এদিন ছিলো দেশের তারকা সংগীতশিল্পী, গীতিকার, সুরকারদের মিলন মেলা।
বিজ্ঞাপন
‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে গান পরিবেশন করতেও দেখা যায় ফেরদৌস ওয়াহিদকে।
এবারের অনুষ্ঠানে ছিলো দুটি বিশেষ চমক। আর একসঙ্গে মঞ্চে চমক দুটি গান নিয়ে হাজির হন দুই প্রজন্মের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও টিনা রাসেল। সংগীতের আলোচিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে গেয়ে মন জয় করে নেন তারা দুজন। শুধু তাই নয়, এদিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ইমরানের গানটিও চমকে দিবে সবাইকে।
এমআরএম