নাটকের নাম নিয়ে বিভ্রান্তি, যা বললেন হিমি
এবারের ঈদে প্রচারিত হবে সময়ের আলোচিত নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত বিশেষ নাটক ‘রাজা’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, কাজী উজ্জ্বল প্রমুখ।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক নামে নাটকটির পোস্টার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া পোস্টারটিতে নাটকের নাম দেওয়া হয়েছে ‘পাগলা রাজা বাসর ঘরে’; যা রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি করছে দর্শক মনে।
বিজ্ঞাপন
এরপর ফেসবুকে এক পোস্টে হিমি লেখেন, ‘পাগলা রাজা বাসর ঘরে’ নামে আমি কোনো নাটক নির্মাণ করিনি।’
বিষয়টি অত্যন্ত নিন্দাজনক উল্লেখ করে হিমি বলেন, “নাটকের যে গল্প সেটার সঙ্গে একদম যুতসই নাম হচ্ছে ‘রাজা’। আমরা এ নামেই নাটকটির নাম চূড়ান্ত করে শুটিং সম্পন্ন করি। এ নামেই নাটকটি ঈদে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যে বা যারা এই কাজটি করেছেন তারা ভালো করেননি। এই ধরনের ঘটনায় দর্শকদের মনে বিরুপ প্রভাব পড়ে।’ ‘রাজা’ নাটকটির গল্প লিখেছেন সাজ্জাদ স্বপন।