করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন আলমগীর
করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা আলমগীর। ১৮ এপ্রিল থেকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ১৭ দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।
আলমগীরের বাসায় ফেরার খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
বিজ্ঞাপন
আঁখি বলেন, ‘এতদিন হাসপাতালে থাকার পর বাবা এখন সুস্থ। আজ বিকেলে বাবাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন তিনি যেন পরবর্তী দূর্বলতা কাটিয়ে পূর্ণাঙ্গ ফিট হয়ে উঠতে পারেন।’
আঁখি আরও জানান, বাসায় ফিরতে পেয়ে বেশ উচ্ছ্বসিত আলমগীর। সুস্থ হলেও তাকে পুরো বিশ্রামে থাকতে হবে আপাতত। চিকিৎসক প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৮ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান আলমগীর। সেদিন বিকেলে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এরপর তার দ্বিতীয় কোভিড টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে।
১৯৫০ সালের ৩ এপ্রিল আলমগীরের জন্ম রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে। তার শৈশব-যৌবন কেটেছে তেজগাঁয়। তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে আসেন তিনি। গত প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন আলমগীর। নির্মাণ করেছেন ৭টি সিনেমা।
এমআরএম/আরআইজে